কিছু ব্যবসায়ী রমজানে দাম বাড়িয়ে মুনাফা লুটতে চায়

Passenger Voice    |    ০৪:২০ পিএম, ২০২৪-০৩-০৩


কিছু ব্যবসায়ী রমজানে দাম বাড়িয়ে মুনাফা লুটতে চায়

জেলা প্রশাসকদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘যখন যিনি জেলা প্রশাসক থাকবেন, সব দায়িত্ব তার ওপরেই বর্তায়। ভালো-মন্দের দায়িত্বও তাকে নিতে হবে’

কিছু ব্যবসায়ী রমজান মাসে পণ্য মজুত করে দাম বাড়িয়ে মুনাফা লুটতে চায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জেলা প্রশাসকদের উদ্দেশে তিনি বলেছেন, “আমাদের সব সময় লক্ষ রাখতে হবে বাজার পরিস্থিতির দিকে। কোথাও যেন ভোক্তাদের হয়রানি হতে না হয়। আমাদের দেশে পণ্যের উৎপাদন বাড়াতে হবে। পরনির্ভরশীলতা কমাতে হবে।”

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে রেকর্ড পঞ্চম মেয়াদে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো তিনি রবিবার (৩ মার্চ) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে “জেলা প্রশাসক সম্মেলন ২০২৪”-এর উদ্বোধন করেন।

জেলা প্রশাসকদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, “সব প্রকল্পের রিপোর্ট আপনাদের কাছ থেকে নেব। অনেক মন্ত্রণালয় কাজ করবে। যখন যিনি জেলা প্রশাসক থাকবেন, সব দায়িত্ব তার ওপরেই বর্তায়। ভালো-মন্দের দায়িত্বও তাকে নিতে হবে। সেদিকে দৃষ্টি দেওয়া উচিত যে, কাজগুলো যথাযথভাবে হচ্ছে কি-না, যথাযথ জায়গায় হচ্ছে কি-না, যত্রতত্র যাতে না হয়।”

তিনি আরও বলেন, “রাস্তাঘাট, ব্রিজ বা কোনো স্থাপনা, স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসা-মন্দির যা যা আমরা করি, সব পরিকল্পিতভাবে করা দরকার।”

এবারের নির্বাচন সবচেয়ে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, “অতীতে ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে। প্রকৃতপক্ষে যারা নির্বাচনই চায়নি, তাদের লক্ষ্য ছিল দেশে যেন কোনো নির্বাচন না হয়।”

প্রথমবার সরকারে এসে নানা উন্নয়ন কর্মকাণ্ড নেওয়ার কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, “২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসায় সেই উন্নয়নের ধারা ধরে রাখেনি। একটা সরকারের ধারাবাহিকতা বজায় না থাকলে উন্নয়নটা টেকসই হয় না, দৃশ্যমান হয় না- সেটাই প্রমাণিত সত্য।”

প্রধানমন্ত্রী বলেন, “বর্তমানে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ এবং কোভিড অতিমারির প্রভাব বিশ্ব অর্থনীতিতে পড়েছে। পৃথিবীতে এমন এমন দেশ রয়েছে, যেখানে এখন মুদ্রাস্ফীতি ৪০% রয়েছে। বাংলাদেশও এর থেকে দূরে নয়; যদিও বাংলাদেশের মুদ্রাস্ফীতি এখনও ১০%-এর নিচে আছে। তারপরও এটা একটা সমস্যা রয়ে গেছে।”


প্যা/ভ/ম